শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে আসাদপন্থিদের সংঘর্ষে নিহত অন্তত ৭০

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

সিরিয়া সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বহু লোক। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার (৭ মার্চ) এএফপি সিরিয়ার একটি যুদ্ধও নিরীক্ষক সংস্থার বরাত দিয়ে জানায়, সিরীয় উপকূলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য এবং ক্ষমতাচ্যুত সরকারের বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনায় ৭০ জনের বেশি নিহত হয়েছেন। আরও বেশ কয়েক জন আহত ও বন্দী হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছে, সিরিয়ার উপকূলে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনাদের সঙ্গে ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠীর প্রতি অনুগত সশস্ত্র সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষ আহত ও জিম্মি হয়েছেন।

Syria1

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাশিয়া–নিয়ন্ত্রিত একটি বিমানঘাঁটির কাছে এলাকাটির অবস্থান। গত ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থি সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর ওপর এটি সবচেয়ে সহিংস হামলা। এ ঘটনার পর শুক্রবার সকাল পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করা হয়।

আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিপুলসংখ্যক সেনা জাবলেহ শহরের দিকে যাচ্ছে। হোমস ও আলোপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

Syria2

এর আগে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছিলো, বৃহস্পতিবার সংঘর্ষে উপকূলীয় শহর জাবলেহ এবং সংলগ্ন গ্রামে ৪৮ জন নিহত হয়েছে। আরো বলা হয়, ডিসেম্বরে আসাদের পতনের পর থেকে এ ঘটনা নতুন কর্তৃপক্ষের বিরুদ্ধে সবচেয়ে সহিংস আক্রমণ।

গত বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থি বিদ্রোহীদের সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এক ঝটিকা অভিযানে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে।

দেশটির নতুন নিরাপত্তা বাহিনী এরপর আসাদের ঘাঁটিগুলোতে তার অনুগতদের উৎখাতের জন্য ব্যাপক অভিযানে নামে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রতিরাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার ফ্লাইট চলাচল

সড়ক ছেড়ে ঢাবির প্রো-ভিসির বাড়ির দিকে শিক্ষার্থীরা

পররাষ্ট্রসচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২৬

আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

তারাবির নামাজের পর সংঘর্ষ গুলি, পুলিশসহ আহত অর্ধশত

আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

“শত কোটি টাকা আত্মসাৎকারীর হাতে মালয়েশিয়া বিএনপি নেতৃত্ব!”

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মামলায় তথ্য চায় সরকার