নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা সারজিস আলমের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।
তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশে এধরণের কৌশল নেওয়া হচ্ছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।
তাদের দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে শত্রুতার জেরে সারজিসের ওপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন।
সারজিসের বক্তব্যের নিন্দা জানিয়েছে ছাত্রদলের দাবি, তার বক্তব্য মিথ্যা, ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ ধরণের কৌশলে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্যবিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে। তাই তাদের মাধ্যমে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা।