পদোন্নতিসহ দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করা বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামকে তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। পরে তারা ১২ সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজে এসে কর্মবিরতি শুরু করা চিকিৎসদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এই পদোন্নতি দেওয়া হবে।
দাবি পূরণে সময় চেয়ে চিকিৎসক সায়েদুর রহমান বলেন, এই কাজটি শেষ করতে ২০ থেকে ২৫ কার্যদিবস লাগবে। সব মিলিয়ে আপনাদের দাবি-দাওয়াগুলো পূরণে আমরা ১২ সপ্তাহ সময় চেয়েছি। এখানে দুটি মন্ত্রণালয় জড়িত আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। বিষয়টি নিয়ম মেনে করতে হচ্ছে।
সায়েদুর রহমানের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষ থেকে ১২ সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হলো- চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা। অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।












The Custom Facebook Feed plugin