মাগুরায় বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল পুরো দেশ। শুধুমাত্র আট বছরের এই শিশু নয়, বিভিন্ন বয়সের নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। বাদ যাচ্ছে না কেউই। এই অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। সাধারণ মানুষের পাশাপাশি ধর্ষণের বিচার চেয়ে সোচ্চার শোবিজের তারকারাও।
সারাদেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণ, ইভটিজিংসহ নানা অপরাধ। এসব ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে দেশ। নারী থেকে বয়োবৃদ্ধ এমনকি শিশুরাও রেহাই পাচ্ছে না ধর্ষকের কবল থেকে। এই অবস্থায় সাধারণের পাশাপাশি ধর্ষকের দ্রুত আইনের বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন শোবিজের তারকারাও।
ধর্ষকের বিচার চেয়ে শনিবার রাস্তায় নেমেছিলেন যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ধন্যবাদ জানাই ঢাবিসহ সকল বিশ্ববিদ্যালয়ের বোনদের, ভাইদের—যারা রাত থেকে ধর্ষকের শাস্তির জন্য আন্দোলন করছেন।
চিত্রনায়ক রুবেল জানান, স্কুল-কলেজে কারাতে শিক্ষা রাখা উচিত। ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি দরকার।
এমন মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনায় প্রতিবাদ জানিয়ে চিত্রনায়ক শাকিব খান হ্যাশট্যাগে শিশুটির নাম উল্লেখ করে লিখেছেন— উই ওয়ান্ট জাস্টিস।
গান গাওয়ার পাশাপাশি সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদ জানান গায়ক তাশরিফ খান। ফেসবুকে তিনি লিখেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ/ ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন।