সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে আমিনবাজারের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেবি গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছি। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নম্বর জোনের – পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আমিনবাজার পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানানো হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সিজান আহমেদ বলেন, আগুনের কারণে সকাল ৭টা ১৫ মিনিট থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ শুরুর ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।












The Custom Facebook Feed plugin