গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকেটঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
এতে মহাসড়কটির উভয় লেনের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।
কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন না দিয়ে মঙ্গলবার সকালে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানা বন্ধের নোটিশ দেখে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়কের অবরোধ করেন।
শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানা শ্রমিকরা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেছে। কারখানার মালিকপক্ষ ও শ্রমিকদেরকে নিয়ে আলোচনা করে মহাসড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।












The Custom Facebook Feed plugin