অবৈধভাবে লিবিয়া গমন করে আটক, পাচারের শিকার ও বিপদগ্রস্ত ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার ভোরে বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতা
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইওএমের সহায়তায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ভোর সোয়া ৪টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে, বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে। দূতাবাস জানায়, ১৯ ও ২৬ মার্চ আরও দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।
দূতাবাসের প্রচেষ্টা ও উদ্ধার কার্যক্রম
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহায়তায় দেশে ফেরানো সম্ভব হয়েছে। এদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, আর বাকি ৭০ জন সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
৯ হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরানোর রেকর্ড
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এমন উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় বাংলাদেশ দূতাবাস ও আইওএমকে ধন্যবাদ জানিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মহল।