বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কলকাতায় নিযুক্ত উপদূতাবাস কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় বদলি

প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

কলকাতায় দায়িত্ব পালনরত উপতদূতাবাসের প্রথম সচিব সানিউল কাদেরকে জরুরি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে। অবিলম্বে তাঁকে দায়িত্ব ত্যাগ করে দেশে চলে আসতে বলা হয়।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব জনাব মোহাম্মাদ সানিউল কাদেরকে ঢাকার সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবিলম্বে তাঁকে কলকাতার দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের অনুরোধ করা হয়।

চিঠিতে আরো বলা হয়, তিনি এবং তাঁর পরিবার ভ্রমণ ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন।  

আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তিনি। ১২টার পরপরই সানিউল কাদের বাংলাদেশে প্রবেশ করেন বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ। বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাঁর আকস্মিক ভারত ত্যাগের কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। একটি প্রাইভেট কারযোগে বেনাপোল চেকপোস্ট ত্যাগ করেন তিনি।  

সর্বশেষ - আন্তর্জাতিক