বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এটা তো আর জাতীয় নির্বাচন না: বুবলী বললেন

প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২২ ৪:২১ অপরাহ্ণ

এফডিসিতে চলছে নির্বাচনের আমেজ। এই আমেজের মধ্যেই এফডিসিতে সিনেমার শুটিং করতে এসেছেন চিত্রনায়িকা বুবলী। করছেন ‘রিভেঞ্জ’ নামে একটি ছবির শুটিং। যে ছবিতে বুবলীর নায়ক হিসেবে আছেন রোশান। 

শুটিংয়ের এক ফাঁকে নির্বাচন নিয়ে কথা হয় বুবলীল সঙ্গে। বুবলী বলেন, দারুন লাগছে। নির্বাচনের আমেজে এফডিসিতে শুটিং করছি।’ পাশাপাশি বুবলী জানালেন আজকের (২৬ জানুয়ারি) দিন শুটিং করলেই শেষ হচ্ছে তার এই ‘রিভেঞ্জ’ এর শুটিং। 

নির্বাচনে যারা প্রার্থীতা করছেন তাদের সবাইকে শুভ কামনা জানিয়ে বুবলী বলেন, ’আমি আশা করি ২৮ তারিখে  খুবই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে, দিন শেষে যারাই নির্বাচিত হোক সবার জন্যই আমার পক্ষ থেকে শুভ কামনা থাকবে। যারা জয়ী হতে পারবেন না তাদের জন্যও ভালোবাসা। কারণ নির্বাচনে জয় পরাজয় থাকবেই।’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কাঁদাছোড়াছুরি বিষয়টিকে খুব একটা নেতিবাচক চোখে দেখছেন না ‘বসগিরি’ ছবির এই নায়িকা।  বললেন, ‘দিন শেষে আমরা শিল্পীরা কিন্তু একটা পরিবার। নির্বাচনে দুটি প্যানেল থাকতে হয় তাই হয়তো দেওয়া। নির্বাচন যখনে শেষ হয়ে যাবে তখন কিন্তু সবাই একই কাতারে দাঁড়িয়ে যাবে, একই সঙ্গে আবার চলচ্চিত্রে বা চলচ্চিত্রের জন্য কাজ করবে। ’

বুবলী বলেন, ‘আমরা সবাই শিল্পী। সবাই যে যার জায়গা থেকে আসলে চলচ্চিত্রের জন্য কাজ করার চেষ্টা করছে। আর নির্বাচন  কেন্দ্র কর এইযে পাল্টাপাল্টি বক্তব্য বা মন্তব্যের ব্যাপারটাগুলো ঘটছে  এগুলো নির্বাচন শেষ হয়ে গেলে আর কিছুই থাকবে না।  নির্বাচন উপলক্ষে সবার মধ্যেই একটা টান টান উত্তেজনা কাজ করছে। সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে।  শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মিডিয়া এবং মিডিয়ার বাইরে সবাই যে আগ্রহ দেখাচ্ছে এটা কিন্তু একটা পজিটিভ দিক।’

সর্বশেষ - আন্তর্জাতিক