দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বললেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে।
আজ শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে মাগুরা পৌঁছান তিনি। জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নামেন জামায়াত আমীর। তাকে দেখতে মাঠের চারপাশে ভিড় করে সাধারণ মানুষ।
সেখানে কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী। এসময় আছিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান।
তিনি আরও বলেন, ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতরা যতো প্রভাবশালীই হোক না কেনো তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। কবর জিয়ারত শেষে আছিয়ার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমীর।
এরপর আছিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যদিও তখন বাড়িতে ছিলেন না আছিয়ার মা আয়েশা আক্তার।












The Custom Facebook Feed plugin