শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যে দাবি জানালো বিএনপি-জামায়াত-এনসিপি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৫, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি জানিয়েছে বিচার আর সংস্কারের।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব বিষয় তুলে ধরে রাজনৈতিক দলগুলো। আর সংস্কার ও নির্বাচনের বিষয়ে দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরের তৃতীয় দিন দুপুরে ঢাকার একটি হোটেলে গোলটেবিল আলোচনায় বসেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ঐক্যমত্য কমিশনের সদস্যরা এতে অংশ নেন। সেখানে রাজনৈতিক দলগুলো পতিত আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরে।

এসময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদসহ অন্যান্যরা।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের জন্য সাহায্য চান জাতিসংঘের কাছে। তবে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে সংসদ নির্বাচনের কথা জানায় বিএনপি। আর সে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে জামায়াত।

সর্বশেষ - রাজনীতি