বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা।
দুপুর ১২টার কিছু আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে হামজার দেশে পৌঁছানোর খবর দেয়া হয়। বাফুফে জানায়, পরিবারের সদস্যসহ হামজা সিলেটে এসে গেছেন। হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন।
সিলেট বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলে বাবার গ্রামের বাড়িতে যাবেন হামজা। সেখানে এক রাত কাটাবেন তিনি।
হামজাকে বরণ করতে বাহুবলের স্নানঘাট গ্রাম পুরো সেজে উঠেছে। তার বাড়ির ৪-৫ কিলোমিটার পর্যন্ত তৈরি করা হয়েছে ৫০০টিরও বেশি আলংকারিক তোরণ, করা হয়েছে আলোকসজ্জা।
আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজার। এই ম্যাচের আগে ঢাকায় একদিন জাতীয় দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি।












The Custom Facebook Feed plugin