জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে দেশ একটা বিপদজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলো কেমন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
সোমবার ১৭ মার্চ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। গণমানুষের জান-মালের নিরাপত্তা নেই। দেশের মানুষ আতঙ্কের মাঝে বাস করছে। টিসিবি’র লম্বা লাইন দেখেই বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছে। দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সামাজিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যাংকগুলো ব্যবসায়ীদের প্রয়োজন মাফিক অর্থ সহায়তা দিতে পারছে না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে, বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। স্বাভাবিকভাবে এমন বাস্তবতায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চিয়তা বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা চাই, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।












The Custom Facebook Feed plugin