মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের দুই ‘ছাত্র উপদেষ্টা’ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। আগামী ১৫ দিনের মধ্যে তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন থেকে এ দাবি তোলা হয়। প্রয়োজনে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি আসে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সম্প্রতি ওয়াসা নিয়োগ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই নিয়োগ বাতিল করতে হবে। সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করতে হবে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও তুলেন রাশেদ খান।

গণঅধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসান বলেছেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।

গণঅধিকার পরিষদের এই নেতা দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা রয়েছেন, তারা আওয়ামী লীগের এজেন্ডাধারী, আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের কাছ থেকে নানা সুবিধা নিয়ে… ইতোমধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল গঠন করেছে, তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছেন। আমরা এটাও শুনেছি, আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘণিষ্ঠভাবে কাজ করছেন। সেই উপদেষ্টা কারা, আপনারা জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নামগুলো উঠে আসছে।

সর্বশেষ - রাজনীতি