দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে।
ইমামোলুর গ্রেপ্তারের পরেই ইস্তাম্বুলে শুরু হয় বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। গত পাঁচদিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। রোববার (২৩ মার্চ) সেই বিক্ষোভে যোগ দেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু। হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এরদোগানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।
তার বক্তব্য, একরেমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোগানকে নিতে হবে।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদোগানের ঘোরতর বিরোধী। ইস্তামবুলে তিনি মেয়র হিসেবে এরদোগানের বিরুদ্ধে লড়াই করছিলেন। অভিযোগ, সে কারণেই অন্যায়ভাবে তাকে জেলে ভরা হয়েছে।












The Custom Facebook Feed plugin