মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নোয়াখালীতে হান্নান মাসউদের পথসভায় বিএনপির হামলার অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য আহ্বায়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ধ্যায় জাহাজমারা বাজারে আমাদের নেতাকর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করা বিএনপির সিন্ডিকেট। এতে আমাদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা আমাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হাতিয়ায় চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। আমার ঘোষণা ছিল এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেই বিএনপি নামধারী চাঁদাবাজরা আজ আমার পথসভায় হামলা চালিয়েছে।

অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ রাজিব বলেন, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগ-সমর্থিত পলাতক সন্ত্রাসীদের নিয়ে জাহাজমারা বাজারে মিছিল করতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেয়। শুনেছি এ সময় হাতাহাতির ঘটনা ঘটেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি