মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঈদের ছুটি বাড়ানোসহ বেতন-বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

ঈদের ছুটি বাড়িয়ে ১০ দিন করা এবং চলতি মাসের বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সড়ক ব্যবহারকারীরা‌।

আজ মঙ্গলবার সকাল থেকেই হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, ঈদে ১০ দিনের ছুটি এবং চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় পুলিশ গতকাল সোমবার ছয় শ্রমিককে আটক করে। এ সময় আটকদের মুক্তিসহ দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা।

মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম। তিনি বলেছেন, ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে তারা আলোচনা করছেন

সর্বশেষ - রাজনীতি