ঈদ আনন্দ মিছিল, চারশ’ বছরের ঢাকার ঐতিহ্য। যা আরও একবার পুনরুজ্জীবিত হলো। ঢাক-ঢোল, মহিষ আর ঘোড়ার গাড়ি, নানা প্রতিকৃতি নিয়ে এই আনন্দ মিছিলে যুক্ত হয়েছেন সর্বস্তরের মানুষ। শুধু ঈদ নয় সারাবছর এমনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মনে করছেন নগরবাসী।
প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরের পুরাণ বাণিজ্য মেলার মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে। আর সেই জামায়াতে অংশ নিতে হাজির কয়েক হাজার মানুষ। প্রায় লাখ মুসল্লির এক সাথে নামাজ আদায়ের আয়োজন করা হয় এখানে।
সকাল সাড়ে আটটায় এই জামায়াত অনুষ্ঠিত হয়। যেখানে দেশের শান্তি প্রতিষ্ঠায় সকলকে এক সাথে কাজ করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি নতুন এই ঈদ জামাত আয়োজনে খুশি নগরবাসী।
নামাজ শেষে প্রথমবারের মতো ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। প্রায় হারিয়ে যাওয়া এই আনন্দ মিছিলটি নগরবাসীর নতুন এক অনুষঙ্গ হয়ে উঠলো। ঢাকার ঐতিহ্য ধারণ করে এই আয়োজন তরুণ প্রজন্মকে সম্প্রীতি আর সহমর্মিতা শেখাবে।
আগামীতে এই আয়োজন আরও বড় আকারে করার কথা জনান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরীর প্রত্যেককে দায়িত্ব নেবার আহবান জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক।
মিছিলটি মানিকমিয়া এভিনিউএ শেষ হয়। সেখানে চলে নানা সাংস্কৃতিক আয়োজন।




















