বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাঁদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করার কোন তথ্য পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ১৪ ও ১ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
লামার গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা বলেন, লামায় একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে।












The Custom Facebook Feed plugin