প্রবাসীদের ভোটিং নিশ্চিতে এক নয় একাধিক পদ্ধতি অবলম্বন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে কমিশনার সানাউল্লাহ বলেন, যে পদ্ধতি বাস্তবায়নে বেশি সময় লাগবে সে পদ্ধতিতে যাবে না ইসি। প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে এখনো পর্যালোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতের বিষয়ে বেশ কয়েকদিন ধরে চলছিলো আলোচনা।
গত মাসে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হলে প্রক্সি ভোটিং এ যেতে হবে। মঙ্গলবার প্রবাসীদের ভোটদানের তিনটি পদ্ধতি নিয়ে এক্সপার্টদের মতামত জানতে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে কর্মশালা করে নির্বাচন কমিশন। এতে সবগুলো পদ্ধতি নিয়েই পক্ষে-বিপক্ষে মতামত উঠে আসে।
বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কর্মশালায় উঠে আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। এসময় তিনি বলেন তিনটি ভোটিং সিস্টেম নিয়েই পক্ষে বিপক্ষে ভোট দিয়েছেন বিশেষজ্ঞরা।
বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোটের উপর কমিশনের সমর্থন পুনর্ব্যক্ত করেন ইসি সানাউল্লাহ।
আগামী নির্বাচনে প্রবাসীদের যে পরিসরেই হোকনা কেন ভোট দেয়ার সুযোগ থাকবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।


















