শুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৫, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’।  দলটির দলীয় স্লোগান- ‘গড়বো মোরা ইনসাফের দেশ।’

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

দলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ইলিয়াস কাঞ্চন, মহাসচিবের দায়িত্বে রয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান  শওকত মাহমুদ ও ও মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

‘জনতা পার্টি বাংলাদেশ’র মহাসচিব শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৩ সালের ২১ মার্চ বিএনপি থেকে বহিষ্কার হন তিনি।

নতুন এই দলে রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন।

এদিন দলটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গে তুলনায় তিনি বলেন, চিন্তা-চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে ও বাহিরে গণতন্ত্রের অব্যাহত চর্চা এবং জনগণকে রাষ্ট্রের মালিকানা ও নীতিনির্ধারণের লক্ষেই ‘জনতা পার্টি বাংলাদেশ’ কাজ করে যাবে।

এর আগে গত ১৭ এপ্রিল ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিমের নেতৃত্বে বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।

সর্বশেষ - আইন-আদালত