ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৭ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের পর দল দুটির নেতারা এই মন্তব্য করেন।
বৈঠক শেষে আমীর খসরু বলেন, সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা জাতির সামনে উপস্থাপন করা হোক।
তিনি বলেন, ঐকমত্যে পৌঁছে সনদ তৈরি করে নির্বাচনের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই। বিএনপি বাকশাল চায় না। সবার মতামত থাকবে, ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নাই।
মানুষ দেশের মালিকানা ফিরে পেতে চায় মন্তব্য করে তিনি সরকারের উদ্দেশে বলেন, নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে আশ্বস্ত করুন, দেশ গণতন্ত্রের পথে যাচ্ছে।
এসময় সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, দ্বিমত থাকতেই পারে তবে, ঐকমত্য না হলে সে সংস্কার সম্ভব নয়।
পার্থ বলেন, এই সরকার ব্যর্থ হোক চাই না। তবে সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয় সেটিই প্রত্যাশা।
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব মন্তব্য করে তিনি বলেন, ঐক্যমত্য না হলে সে সংস্কার হবে না। অনিশ্চিত অবস্থায় দেশ চলতে পারে না। নির্বাচন এখন জনগণের দাবি।
তিনি বলেন, কাউকে বাদ দিয়ে সংস্কার নয়, দ্বিমত থাকতেই পারে, একমত যা হবে সেটি সম্পন্ন করে নির্বাচন হতে পারে।












The Custom Facebook Feed plugin