বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৩০, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ

কলকাতা শহরের বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে।

মঙ্গলবার রাত ৮টার দিকে বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ জন শিশু, একজন নারী এবং ১১ জন পুরুষ।

আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

kolkata-20250430085833

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এসময় জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে।

কীভাবে আগুন লাগল, কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।

আগুন লাগার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেছেন, কীভাবে এই ঘটনা ঘটলো, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।

এদিকে কলকাতা পুলিশ বলছে, ঘটনার পর থেকেই পলাতক সেই হোটেলের মালিক। তার খোঁজে অভিযান চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত