নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছে কওমি মাদ্রাসাভিত্তিক বৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজারও মানুষের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়। চলবে দুপুর একটা পর্যন্ত।
এদিকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশ সফল করার উদ্দেশে আসা এসব মানুষদের দাবি- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সরকার যাতে ২০১৩ সালের শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডের জড়িতদের বিচার করে।
অন্য সব গণহত্যার বিচারসহ তাদের চাওয়া- যতো দ্রুত সম্ভব ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা যেন প্রত্যাহার করে নেয় অন্তর্বতী সরকার।
তারা জানান, অন্তর্বর্তী সরকার তাদের দাবি না মেনে ব্যবস্থা না নিলে তাদের পরিনতিও স্বৈরাচার সরকারের মতো হবে।
সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে থাকেন। তাদের বেশিরভাগ কর্মীদের হাতেই ছিলো ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের পাশাপাশি তাদের চাওয়া সংবিধানের বহুত্ববাদের প্রস্তাব বাতিল।
এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও ভোর থেকেই নিরাপত্তা জোরদার করেছে।
সমাবেশ শুরুর পর নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানিয়েছেন।












The Custom Facebook Feed plugin