রবিবার , ৪ মে ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

প্রতিবেদক
Newsdesk
মে ৪, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন।

রোববার (৪ মে) বিকেল সাড়ে চারটায় তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, ব্যারিস্টার আবদুর রাজ্জাক দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মরদেহ ধানমন্ডি তাকওয়া মসজিদে গোসল করানো হয়েছে। এশার নামাজের পর এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সিনিয়র এ আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

১১ বছর পর ২০২৪ সালের ২৭ ডিসেম্বের দেশে ফেরেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন তিনি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন। এক সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তার অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - আইন-আদালত