শুক্রবার , ১৬ মে ২০২৫ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

কক্সবাজার থেকে ওড়ার পর আকাশে খুলে গেলো বিমানের চাকা, নিরাপদে অবতরণ

প্রতিবেদক
Newsdesk
মে ১৬, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ৭১ জন যাত্রী নিয়ে ঢাকার আসার পথে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়েছে গেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর একটা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি। পরে ফ্লাইটটি দুপুর দুইটা ২২ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছিলেন। পরে ভালোভাবেই ফ্লাইটটি অবতরণ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত