ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড.অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন। আজ রবিবার (১৮ মে) এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্র সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সাম্য হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সংহতি জানাতে এসেছি। শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে কাজের অগ্রগতি জানানো হয়েছে। আজ বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, পুলিশ ঘটনার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে তিনজন আসামি গ্রেপ্তার করেছে। আজ থেকে রিমান্ড প্রক্রিয়া শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক দলাদলির ওপরে উঠে ন্যায় বিচারের জন্য একসঙ্গে থাকা প্রয়োজন।
সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্যর চরিত্র হননের চেষ্টা চলছে।
এই বিষয়ে নিন্দা জানিয়ে ভিসি বলেন, বিচার নিশ্চিত করতে গিয়ে যেন নিরীহ কাউকে ফাঁসানো না হয়।












The Custom Facebook Feed plugin