মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে আগামীকাল বুধবার (২৮ মে) একদিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা । দিনভর উত্তেজনা শেষে বিকেলে সরকারের তিন সচিবের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। বুধবার সকালে তাদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে হলে জানান ভূমি সচিব।
এদিকে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়কে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় । দুপুর পর্যন্ত গণমাধ্যমকর্মীরাও সচিবালয়ে প্রবেশ করতে পারেনি।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আজ ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে পাঁচজন সচিবের সঙ্গে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের বৈঠক হয়।
বৈঠক শেষে ভূমিসচিব জানান, কর্মচারীদের দাবি আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। এমন পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচি আগামীকাল একদিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা।
এর আগে গত বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ -এর খসড়া অনুমোদন দেয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
এদিকে আন্দোলনের মধ্যেই রোববার সন্ধ্যায় সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেটের বিজ্ঞপ্তি জারি করে সরকার।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত, পদ নামিয়ে দেয়ার সুযোগ রাখা হয়েছে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি করছেন কর্মচারীরা।


















