ইতোমধ্যে হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ৭৪ হাজার ৩১৬ জন হজযাত্রী। বাকি হজযাত্রীরা আগামী ১ জুনের মধ্যে সৌদি পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, হজের বিমান ভাড়া অনেক বেশি। বাংলাদেশ বিমান, সাউদিয়া ও সংশ্লিষ্ট সাথে কয়েক দফা মতবিনিময় করে গত বছরের তুলনায় ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে।
আগামী বছর থেকে ভর্তুকির পাশাপাশি জাহাজে করে যাত্রার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, এজেন্সিগুলোর দুর্নীতি কমাতে মূল্যায়ন ভিত্তিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত হবে হজে গিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন।












The Custom Facebook Feed plugin