শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিসিবির সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ

প্রতিবেদক
Newsdesk
মে ৩০, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ

ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। অথচ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চেয়েছেন বিসিবির সভাপতি পদে পরিবর্তন।

ফারুক আহমেদের অনঢ় অবস্থানে থাকার ফলে অনেকটা বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন জারি করে তার মনোনয়ন পদ বাতিল করেছে। এর ফলে ফারুক আহমেদ আর বিসিবির সভাপতির পদে থাকতে পারছেন না। তার বিপক্ষে আকরাম খান ছাড়া আট পরিচালক অনাস্থা স্থাপন করে ক্রীড়া পরিষদ বরাবর চিঠি দেয় গতকাল বৃহস্পতিবার।

গতকাল রাত ১১টায় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পরিচালক পদ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন বিসিবির আট (সংখ্যাগরিষ্ঠ) পরিচালক। তাদের অনাস্থা আমলে নিয়ে ও বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হলো।

ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক। চিঠিতে স্বাক্ষর দেওয়া পরিচালকরা হলেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তান সফরে থাকা নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাহউদ্দিন চৌধুরী। তাদের মধ্যে নাজমূল আবেদীন ছাড়া বাকিরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। শুধু আকরাম কান অনাস্থা আনেননি।

অনাস্থার চিঠিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরেছেন আট পরিচালক।

সর্বশেষ - আইন-আদালত