প্রস্তাবিত বাজেটকে আকার কমা ছাড়া বিগত সরকারেরই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর হোটেল সারিনায় প্রস্তাবিত বাজেট নিয়ে এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এসময় খসরু বলেন, রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিলো, যা হয়নি। গুণগত দিক থেকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি প্রস্তাবিত বাজেটে।
এই বাজেট বাস্তবায়ন আগামী সরকারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১টায় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি।


















