রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুলিশ আসায় বোমা ও সরঞ্জামাদি ফেলে পালালো গৃহকর্তা

প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২২ ৫:০৭ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনীর হিজলবাড়িয়া গ্রাম থেকে ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল ওই গ্রামের জনৈক জব্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় কৌশলে সটকে পড়ে গৃহকর্তা জব্বার।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, নাশকতামূলক কাজের জন্য বোমা রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল জব্বারের বাড়িতে অভিযান চালায়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জব্বার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে বাড়ি তল্লাশি চালিয়ে ঘরে রাখা একটি টিনের বাক্সের ভেতরে মাটির পাত্রে রাখা ১০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বোমাগুলো পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

ওসি আরও জানান, জব্বারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

সর্বশেষ - আন্তর্জাতিক