বুধবার , ১১ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ড. ইউনুস কি “কিংস চার্লস হারমনি এওয়ার্ডস” পেয়েছেন?

প্রতিবেদক
Newsdesk
জুন ১১, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

আমাদের অনেকেই ফেইসবুক এবং বিভিন্ন মিডিয়ায় কিংস চার্লস হারমনি এওয়ার্ডস ( King Charles Harmony Award) আদৌ আছে কি না বা প্রফেসর ইউনুস এই অ্যাওয়ার্ড পেয়েছেন কি না সন্দেহ প্রকাশ করেছেন।

অনেকেই কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে নমীনীদের তালিকা দেখে বলেছেন সেখানে তো ডক্টর ইউনূসের নাম নেই, সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ড পান নাই। আর ওয়েবসাইটের নমিনীদের মধ্যে দুই/একজনকে দেয়া হবে , সবাইকে না ।মূল কথা হচ্ছে ডক্টর মুহাম্মদ ইউনুস বিশ্ব মঞ্চে অনেক উপরে উঠে গেছেন।

তাকে কোথায় অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না। গত বছর থেকে চালু হওয়া কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডস এ বিশ্ব বরেণ্য এক ব্যক্তিকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা স্বরূপ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দেয়া হয়।

যেমনটা গত বছর জাতিসংঘ মহাসচিব বান কি মুন কে দেয়া হয়েছে। অনেকটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর মত। সাধারণত লাইফ টাইমে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না। ব‍্যাক্তিকে আগে জানিয়ে দেয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না । ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মুহাম্মদঃ ইউনূসের ক্ষেত্রে। তিনি বিশ্ব শান্তি ও সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই এওয়ার্ড পাচ্ছেন ।

এই ধরণের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় পুরস্কার নেয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব । অভিনন্দন প্রফেসর মুহাম্মদ ইউনূস ।

সর্বশেষ - আইন-আদালত