শনিবার , ১৪ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এনসিপি নেতার বিরুদ্ধে চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
জুন ১৪, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়া বালুচড়া গ্রামের আবদুল মান্নান বৃহস্পতিবার (১২ জুন) রাতে সারিয়াকান্দি থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি বুলবুলকে উকিল নোটিশও পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, চাতাল ব্যবসায়ী আবদুল মান্নান উপজেলার এনসিপি নেতা বুলবুলের মাধ্যমে বগুড়া জেলা পরিষদে চাকরির আশ্বাস পান। তদবিরের বিনিময়ে বুলবুলের হাতে তিনি নগদ সাত লাখ টাকা দেন। শর্ত ছিল, চাকরি না হলে সাত দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বুলবুল তাকে সাত লাখ টাকার চেক দেন, যা ব্যাংকে জমা দেওয়ার পর ডিজঅনার হয়।

এ ঘটনায় আদালতে মামলা করেছেন আবদুল মান্নান। একইসঙ্গে বুলবুলকে উকিল নোটিশও দিয়েছেন। অভিযোগকারীর দাবি, নোটিশ দেওয়ার পর থেকে তাকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

অভিযোগ অস্বীকার করে এনসিপি নেতা সাইফুল ইসলাম বুলবুল বলেন, ‘আবদুল মান্নানের সঙ্গে আমার কেবল ব্যবসায়িক লেনদেন ছিল, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে চাইছে।’

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী বলেন, ‘আমাদের দলে কোনো অনিয়মকারীর জায়গা নেই। বুলবুলকে মৌখিকভাবে শোকজ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ঢি

সর্বশেষ - আইন-আদালত