ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৬৩ জন আহত হয়েছে।একজন নিহত হয়েছেন। ধসে গেছে অনেক ভবন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) জানিয়েছে, ‘কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এমডিএ-এর (মাগেন ডেভিড অ্যাডম) জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান।’
এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

















