ভোটের মাঠে যারা খেলে, খেলুক। কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একইসাথে তিনি আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুড়বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার (১৫ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। যতটুকু কাজ বাকি আছে সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে।
তিনি বলেন, আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। সচিবালয়ের কর্মকর্তাদের কোন দলের জন্য লেজুড়বৃত্তি না করে আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করার আহ্বান জানান সিইসি।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।

















