সোমবার , ১৬ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায়: ড. আব্দুল মঈন খান

প্রতিবেদক
Newsdesk
জুন ১৬, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দেশে গুণগত পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায়।

সোমবার (১৬ জুন) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ড. আব্দুল মঈন খান।

এ বিএনপি নেতা বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর দেশে গুণগত পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায়। গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের প্রসার ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া দেশের গুণগত পরিবর্তন আনতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ওপরও জোর দেয়া হয় বৈঠকে।

যুক্তরাজ্য বরাবরই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও জানান মঈন খান। এসময়, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে যে অস্থিরতা চলছে তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি শান্তিময় বিশ্ব দেখতে চায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত