সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাতীয় পার্টির সম্মেলন স্থগিত

প্রতিবেদক
Newsdesk
জুন ১৬, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

২৮ জুন জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হচ্ছে না। সম্মেলনের জন্য বরাদ্দ পাওয়া বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালাল।

তিনি জানান, আগে থেকে হল বরাদ্দ দেওয়া হলেও একই তারিখে প্রধান উপদেষ্টার বাজেটসংক্রান্ত সেমিনারের জন্য জাতীয় পার্টিকে বরাদ্দ দেওয়া হলের বরাদ্দ বাতিল করেছেন।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করার পর সম্মেলন স্থগিত করা হয়েছে।

আগামী ২৮ জুন সকাল ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল। সে জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে হল বরাদ্দের জন্য বুকিং দেওয়া হয়েছিল। হল বরাদ্দ পাওয়া সাপেক্ষে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

সর্বশেষ - আইন-আদালত