মঙ্গলবার , ১৭ জুন ২০২৫ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

খামেনিকে হত্যা করলে সংঘাতের অবসান ঘটবে: নেতানিয়াহু

প্রতিবেদক
Newsdesk
জুন ১৭, ২০২৫ ১১:২১ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার সম্ভাবনা তিনি নাকচ করছেন না।মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না, বরং এটি যুদ্ধের ইতি টেনে আনবে।

সরাসরি প্রশ্ন করা হলে, ইসরায়েল কি খামেনিকে হত্যা করবে? — এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘আমরা যা দরকার, তাই করছি।’তিনি বলেন, আমরা ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের আগেই টার্গেট করেছি। এখনো কিছু কাজ বাকি রয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, তার এসব সিদ্ধান্ত মানবজাতির নিরাপত্তার স্বার্থে, যাতে ইরানের কথিত পরমাণু হুমকি থেকে সবাইকে রক্ষা করা যায়।

তিনি বলেন, আজ তেলআবিব টার্গেট, কাল নিউইয়র্ক হতে পারে। আমি ‘আমেরিকা ফার্স্ট’ বুঝি, কিন্তু ‘আমেরিকা মৃত’ বুঝি না।’ এ কথা দ্বারা তিনি যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করার চেষ্টা করছেন। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্র তার সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামুক।

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যায় পরিকল্পনা করে  ইসরায়েল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের এই প্রচেষ্টা আটকে দেন। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।

এদিকে একটি বিমানঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, ‘আমরা বিজয়ের পথে রয়েছি।’ তিনি জানান, ইসরায়েল এখন তেহরানের আকাশ নিয়ন্ত্রণে রেখেছে এবং দুইটি লক্ষ্য পূরণে কাজ করছে— ইরানের পারমাণবিক হুমকি দূর করা, ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা

তিনি আরও বলেন, ইরান যেখানে সাধারণ মানুষের ওপর হামলা চালায়, সেখানে ইসরায়েল শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করে।

সর্বশেষ - আইন-আদালত