বুধবার , ১৮ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জুন ১৮, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় নদীর পানিপ্রবাহ নিরবচ্ছিন্ন নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন  প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা  কর্মকর্তাদের তিনটি বিষয়ের ওপর জোর দিতে নির্দেশ দেন।

বুধবার (১৮ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘টেকনাফ থেকে তেতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন’ প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

নদীপ্রবাহকে গুরুত্ব দেওয়ার কথা বলে প্রধান উপদেষ্টা জানান, পানি প্রবাহকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবেনা। যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখার নির্দেশ দেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, আমাদের দেশ বন্যা প্রবণ। তাই এমন কোনো সড়ক, সেতু করা যাবেনা যার জন্য পানির প্রবাহ আটকে মানুষ ভোগান্তিতে পরে।

এ অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি করার কথা জানিয়ে নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোকে যোগ করে প্রকল্প নেয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

সর্বশেষ - আইন-আদালত