রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুল আলমকে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।
তিনি আরও বলেন, আমাদের দুজন পুলিশ সদস্য গত রাতে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা এই নিয়ে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানানো হবে।
টেকনোক্র্যাট হিসেবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় জুলাই ২০২১ সালে যুক্ত হয়েছিলেন শামসুল আলম। এর আগে পেশাগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিব্যবসা ও বিপণন বিভাগে দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনায় যুক্ত ছিলেন।
দীর্ঘ ৩৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।












The Custom Facebook Feed plugin