শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পাঁচ সচিবসহ ছয় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

পাঁচ জন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসব কর্মকর্তা হলেন- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্‌রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন এবং জনস্বার্থে সরকার মনে করেছে তাদের চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন। সে অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী এই ধরনের অবসরের কোনো কারণ প্রকাশ করা হয় না।

আদেশ অনুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তারা সরকারি বিধিমালার আওতায় অবসরজনিত সব সুবিধা পাবেন।

সরকারের এমন পদক্ষেপ প্রশাসন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো অতিরিক্ত ব্যাখ্যা দেয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত