সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে।
শুক্রবার (২০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে।
কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা করে উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন।
এসময় অন্তর্বর্তী সরকার আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে।












The Custom Facebook Feed plugin