রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ইরানে মার্কিন হামলা, যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
জুন ২২, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আর এ পরিস্থিতিতে দেশটিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে। এ হুমকি প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও বলেন, আমরা চাই ইরান দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসুক। কূটনৈতিক সমাধানই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হওয়া, তা আমাদের গভীর উদ্বেগের কারণ।

সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, এ মুহূর্তে উত্তেজনা হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত