২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। সদস্য হিসেবে রয়েছেন- সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. আব্দুল আলীম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক দেশি-বিদেশি সমালোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে জিতিয়ে আনার অভিযোগ, ভোটারদের অধিকার হরণ এবং রাষ্ট্রীয় প্রশাসন ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার মনে করে, ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্রকে সুরক্ষা দেয়া এবং ফ্যাসিবাদী শাসনের ঝুঁকি ঠেকাতে বিগত নির্বাচনের অনিয়ম তদন্ত করে সুপারিশ প্রণয়ন জরুরি।
কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ















