বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, বোনা কাপড় ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি করা যাবে না। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে—পাট, একাধিক ভাঁজের বোনা কাপড়, শণ ও পাটের একক সুতা, এবং ব্লিচ না করা পাটজাত কাপড়।
তবে এসব পণ্য শুধুমাত্র ভারতের মহারাষ্ট্র রাজ্যের নহাভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। নেপাল ও ভুটানে রপ্তানির জন্য বাংলাদেশ থেকে এসব পণ্য ভারতে ঢুকতে পারবে, তবে সেগুলো পুনরায় রপ্তানি নিষিদ্ধ থাকবে।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ এবং শীর্ষস্থানীয় রপ্তানিকারক। অন্যদিকে, ভারত বিশ্বে সবচেয়ে বেশি পাট উৎপাদন করলেও রপ্তানিতে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।












The Custom Facebook Feed plugin