গত বছরের ১ জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়। এদিন শিক্ষার্থীদের ‘কোটা সংস্কার আন্দোলন’ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ রূপ নেয়।
প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এটিই ছিল প্রথম বৃহৎ গণজাগরণ, যা শেষ পর্যন্ত সরকারের পতনের সূচনাবিন্দু হিসেবে বিবেচিত হয়।
দিনটি ঘিরে নানান আয়োজন ও কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছেন জুলাই সমর্থকরা। সেসব দেখে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
গতকাল সোমবার দিনগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন।
মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘নিউজফিড দেখে চোখ ভিজছে বারবার। জুলাই এসেছে!’
তিনি আরও লিখেছেন ‘জুলাই এসেছে খেয়াল করিয়ে দিতে, যে বাইরে বাইরে আমাদের হাজার পার্থক্য থাকলেও আত্মাটা এক।’


















