প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই টাইমলাইন ধরে আগাচ্ছে ইসি। তবে ভোট কবে এর দিনক্ষণ এখনও ঠিক হয়নি, হলো জানানো হবে সময় মতো।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতের বরাত দিয়ে সিইসি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে সিইসি সাংবাদিকদের জানান, তিনি (প্রধান উপদেষ্টা) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতি জানতে চেয়েছেন। জবাবে আমরা বলেছি, নানা চ্যালেঞ্জের মুখেও ‘ফুল গিয়ারে’ ইসি প্রস্তুতি নিচ্ছে। সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি।
সিইসি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হয়নি। ভোটের তারিখ সময় মতো ইসি থেকেই জানানো হবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা খুব আন্তরিক, তার আন্তরিকতা প্রশ্নাতীত। তিনি চান নির্বাচন যেন নিরপেক্ষ হয়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা একই ওয়েবলেন্থে আছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ।
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সিইসি বলেন, ইসি পুনর্গঠনের কোনো বার্তা সরকারের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়নি।
প্রধান নির্বাচন কমিশনারের আশা, সব রাজনৈতিক দল দিনশেষে সমঝোতায় আসবে।

















