‘যারা আমাকে হত্যার নির্দেশ দিয়েছে তাদের পরিণতি সকলের জানা’—এমন মন্তব্য করেছেন যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথাগুলো লেখেন।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ গত বছরের রাজনৈতিক অস্থিরতা, বিপ্লবের সময়কার অভিজ্ঞতা, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এ দেশের জনগণ তার পরিণতি কী করেছে, তা সবারই জানা।”
তিনি আরও বলেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।
তার ভাষায়, জুলাই মাস বাংলাদেশের বিপ্লবীদের জন্য কেবল একটি সময় নয়, এটি একটি ‘প্রতিরোধ ও আত্মত্যাগের মাস’। লক্ষ-কোটি তরুণের কাছে এই মাস নতুন প্রেরণার উৎস হয়ে উঠেছে।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ ভবিষ্যৎ বিপ্লব ও মুক্তির প্রত্যয়ে লেখেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন কোনো ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের পথচলা অব্যাহত থাকবে।
স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি অতীতের সহিংস পরিস্থিতির স্মৃতি টেনে লেখেন—একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?
এই বাক্যকে অনেকেই গত বছরের জুলাই বিপ্লবকালীন সহিংসতা, ব্যর্থ দমন অভিযান এবং প্রতিরোধের প্রতীকী স্মৃতি হিসেবে দেখছেন।












The Custom Facebook Feed plugin