রবিবার , ৬ জুলাই ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৬, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রবল বর্ষণের জেরে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। এছাড়া একটি গ্রীষ্মকালীন শিবির থেকে ২৫ জনেরও বেশি শিশু এখনও নিখোঁজ রয়েছে। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৬ জুলাই) সকাল থেকেই জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ।

Texas-Feature

উদ্ধারকারীরা জানিয়েছেন, জীবিত বা মরদেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে। উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। সহায়তার জন্য মার্কিন কোস্ট গার্ডের গার্ডের হেলিকপ্টারও রয়েছে সেখানে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াডালুপ নদীর পানি প্রায় ২৯ ফুট বেড়ে যায়। নদীর পাড়েই ছিলো গ্রীষ্মকালীন একটি ক্যাম্প। ওই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিলো।

texas

কর্তৃপক্ষ জানায়, বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নেয়া হয়। তবে ক্যাম্পে অংশগ্রহণকারী ২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মার্কিন আবহাওয়া অফিস।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত